আপনারা জানেন ইতোমধ্যে বিপিএল ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। লীগ কবে ম্যাচগুলো প্রায় শেষের দিকে। ইতোমধ্যে টুর্নামেন্টের সবার আগে রংপুর রাইডার্স সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। তারা ৮ ম্যাচে ৮টি জয়ে বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫ এর প্রথম স্থানে রয়েছে রংপুর রাইডার্স।
পয়েন্ট টেবিলের প্রথম চার দল যাবে সেমিফাইনালে। বাকি তিনটি স্থান এখনো নির্ধারণ হয়নি। বেশ জমে উঠেছে পয়েন্ট টেবিলের খেলা। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ফরচুন বরিশাল, চট্টগ্রাম কিংস এবং খুলনা টাইগার্স সেমিফাইনালে যাবে। দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস এবং সিলেটে স্ট্রাইকার্স এই তিনটি দলের খুব সামান্য পরিমাণে সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে যাওয়ার।
তবে এখনই কোন দল একেবারে সেমিফাইনালে যাওয়ার পথ থেকে ছিটকে যাইনি। কাগজে-কলমে এখনো সবারই সুযোগ রয়েছে সেমিফাইনাল নিশ্চিত করার। তাছাড়া প্রথম দুই দল সেমিফাইনালে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে আবারও সুযোগ পাবে ম্যাচ জীতে ফাইনাল খেলার। তাইতো পয়েন্ট টেবিল খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি দলের জন্য।
এছাড়া এবার টুর্নামেন্টে ব্যাট বলে দারুন দাপট দেখাচ্ছে বাংলাদেশের লোকাল খেলোয়াড়েরা।তানজিদ তামিম, লিটন দাস, এনামুল হক বিজয়, জাকির হাসান, নুরুল হাসান সোহান সবাই ব্যাটিংয়ে বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তাছাড়া বোলারদের মধ্যে তাসকিন,নাহিদ রানা,হাসান মাহমুদ, তানজিম সাকিব, খালেদা আহমেদ, আলিস আল ইসলাম বেশ ভালো পারফরম্যান্স করছেন।
বিপিএলে এবার সাতটি দল অংশগ্রহণ করেছে। দুর্বার রাজশাহী, চিটাগাং কিংস, ঢাকা ক্যাপিটালস এবারই প্রথম বিপিএল অংশগ্রহণ করেছে। তাছাড়া এবারের টুর্নামেন্টে নেই বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাছাড়া এবারে বিপিএলে নেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। তাইতো টুর্নামেন্ট তার জুলুস অনেকটাই হারিয়েছে।
চলুন এক নজরে দেখে আসি বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫
অবস্থান | দলের নাম | ম্যাচ | জয় | হার | পয়েন্ট |
১ | রংপুর রাইডার্স | ৮ | ৮ | ০ | +১.৫৪৪ |
২ | চট্টগ্রাম কিংস | ৮ | ৫ | ৩ | +১.২৭১ |
৩ | ফরচুন বরিশাল | ৭ | ৫ | ২ | +১.১০১ |
৪ | খুলনা টাইগার্স | ৭ | ৩ | ৪ | -০.১৭৯ |
৫ | দূর্বার রাজশাহী | ৯ | ৩ | ৬ | -১.৬৯৫ |
৬ | ঢাকা ক্যাপিটালস | ৯ | ২ | ৭ | -০.২৭৯ |
৭ | সিলেট স্ট্রাইকার্স | ৮ | ২ | ৬ | -১.৩৮২ |
চলুন এক নজরে দেখে আসি বিপিএল ২০২৫ এর প্রথম ৫ সর্বোচ্চ রান সংগ্রহকদের তালিকা
অবস্থান | খেলোইয়াড়ের নাম | মোট রান | এভারেজ | স্ট্রাইক রেট |
১ | এনামুল হক বিজয় | ৩৪৫ | ৪৯ | ১৩৮ |
২ | তানজিদ তামিম | ৩৩০ | ৩৬ | ১৩৮ |
৩ | লিটন দাস | ৩২৩ | ৪৬ | ১৫৩ |
৪ | গ্রাহাম ক্লার্স | ৩১৬ | ৪৫ | ১৬৪ |
৫ | জাকির হাসান | ২৯৮ | ৪২ | ১৪৬ |
চলুন এক নজরে দেখে আসি বিপিএল ২০২৫ এর প্রথম পাঁচ সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা
অবস্থান | খেলোয়াড়ের নাম | মোট উইকেট |
১ | তাসকিন আহমেদ | ২০ |
২ | আবু হায়দার রনি | ১৩ |
৩ | আকিফ জাভেদ | ১২ |
৪ | খুশদিল শাহ | ১১ |
৫ | আলিস আল ইসলাম | ১১ |
আগামী ৭ই ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে পর্দা নামবে এবারের বিপিএল 2025 এর। বিপিএল এর লেটেস্ট পয়েন্ট টেবিলের আপডেট জানতে আমাদের এই পোস্টটি বুক মার্ক করে রাখুন। আপডেট সব খেলার খবর জানতে আমাদের সাথেই থাকুন।