কলেজে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে
কলেজে ভর্তি হতে কি কি কাগজ পত্র লাগবে

কলেজ (একাদশ শ্রেণিতে) ভর্তি হতে কি কি প্রয়োজন ২০২৪

Posted on

শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা রয়েছেন তাদের জন্য রয়েছে সুখবর। যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং কলেজে ভর্তি হওয়ার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছেন তাদের জন্যই রয়েছে আজকে সুখবর। শিক্ষা বোর্ড ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে। আগামী ২৬শে মে সকাল থেকে আমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারব। এই ঘোষণার সাথে সাথেই অনেকের মধ্যে অনেক প্রশ্নের জন্ম হয়েছে। এই যেমন কোন কলেজে ভর্তি হব! কোন কলেজে ভালো হবে! জিপিএ কত লাগবে! ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এমন নানা প্রশ্ন আমাদের মনে ঘুরে বেড়াচ্ছে। এই সব কিছু নিয়েই আমরা পর্যায়ক্রমে আর্টিকেল আনবো তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কলেজে ভর্তি হতে কি কি কাগজপত্র প্রয়োজন?

কলেজে ভর্তির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন তা আমাদেরকে আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। নয়তো হুট করে তাড়াহুড়ার মাঝে সবকিছু জোগাড় করা সম্ভব হয়ে উঠবে না। হাতে যে খুব বেশি একটা সময় বাকি আছে এমনটাও নয়। কলেজে ভর্তি হতে আপনাদের যেই দুটি ডকুমেন্ট সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে মার্কশিট এবং প্রশংসাপত্র। আপনাদের মূল মার্কশিট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে শিক্ষা বোর্ড থেকে আপনাদের মার্কশিট পাঠানো পর্যন্ত। প্রশংসাপত্র আপনার আপনাদের স্কুলে গিয়ে আবেদন করলেই দিয়ে দিবে। বোর্ড চ্যালেঞ্জ এর কার্যক্রম শেষ হলেই শিক্ষা বোর্ড থেকে মার্কশিট প্রেরণ করা হবে। চলুন এবার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা জেনে আসি কি কি কাগজপত্র লাগবে।

একাদশ শ্রেণি ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ

১. চূড়ান্ত ভর্তি ফর্মটি আপনাদের স্ব স্ব কলেজে গিয়ে আনতে হবে। তবে কিছু কলেজ অনলাইনেই তাদের নিজস্ব ওয়েবসাইটে ফর্ম পূরণ করার ব্যবস্থা রাখে।

২. একাডেমিক ট্রান্সক্রিপ্ট/এসএসসি পাশের মূল মার্কশীট এবং তার দুইটি করে ফটোকপি লাগবে।

৩. টেস্টিমোনিয়াল/এসএসসি পাশের মূল প্রসংশাপত্র এবং তার দুইটি করে ফটোকপি লাগবে।

৪ . এ্যাডমিট কার্ড/ এসএসসি পাশের মূল প্রবেশপত্র এবং তার দুইটি করে ফটোকপি লাগবে।

৫. এসএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং তার দুইটি করে ফটোকপি লাগবে।

৬. শিক্ষার্থীদের ৫-১০ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ২-৫ কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে।

৭. পিতা/অভিভাবকের ২-৫ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ২-৫ কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে।

৮. জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে।
৯. ২ কপি পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি লাগবে।

১০. পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (যারা ২০২২ এবং ২০২৩ সালে এসএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)

১১. কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য। আপনি যদি কোটার জন্য আবেদন করে থাকেন তাহলে সেই কোটার প্রমাণ করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে।

এই ছিল কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় যাবতীয় সব কাগজপত্রের তালিকা। এর বাইরে আর কোন কিছুর প্রয়োজন নেই। তাছাড়া আপনারা চেষ্টা করবেন প্রতিটি কাগজপত্রের বাড়তি ফটোকপি রেখে দিতে। নানান সময় এগুলো আমাদের কাজে আসবে। অনেকে কলেজে পড়া অবস্থাতেই চাকরির আবেদন করে। মূল সনদ যেহেতু কলেজ নিয়ে নেয় তখন আমরা ফটোকপি গুলো দিয়ে কাজ চালিয়ে দিতে পারি।

তাছাড়া এই যে কাগজপত্রগুলোর কথা বললাম এগুলোর প্রয়োজন হবে আপনারা যখন চূড়ান্তভাবে ভর্তি হবেন ঠিক তখন। এখন এই মুহূর্তে যে প্রাথমিক আবেদন শুরু হবে তখন এগুলোর প্রয়োজন নেই। আবেদন করার পর আপনার রেজাল্ট আসবে। যখন নির্বাচিত কলেজ থেকে আপনাকে বলা হবে আপনি এসে ভর্তি হন। ঠিক তখন ওই মুহূর্তে আপনাকে এই কাগজগুলো জমা দিতে হবে। এর আগে এখন এগুলোর প্রয়োজন নেই। তবে এখন থেকে আপনার এগুলো সংগ্রহ করে রাখতে শুরু করুন। আশা করছি আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে। পড়াশুনা সংক্রান্ত সব লেটেস্ট খবর জানতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *