২০২৫ সালে এসেও অনেকে আমরা সঠিক নিয়মে এখনো ইমেইল একাউন্ট তৈরী করতে পারি না।একটি ইমেইল একাউন্ট তৈরি করার জন্য নানান সময় আমাদের নানান জনের কাছে সাহায্য চাইতে হয়। অন্যের সাহায্যে ইমেইল একাউন্ট তৈরী করার জন্য অনেক সময় আমাদেরকে অর্থও প্রদান করতে হয়। অথচ একটু চেষ্টা করলেই খুব সহজে আপনি ফ্রিতেই ঘরে বসে একটি ইমেইল একাউন্ট তৈরী করতে পারেন। এর জন্য আপনার সর্বোচ্চ সময় ব্যায় হতে পারে পাঁচ মিনিট।
আধুনিক এই যুগে আমরা নানান ক্ষেত্রে দৈনন্দিন জীবনে ইমেইলের ব্যবহার করে থাকি। চাইলে আপনারা ইয়াহু অথবা মাইক্রোসফট এর সার্ভিস ব্যবহার করেও ইমেইল একাউন্ট খুলতে পারেন। তবে বর্তমানে সব জায়গায় যেহেতু রাজত্ব করছে Google, তাই বর্তমানে সারা বিশ্বের ৯০% মানুষই গুগলের প্রোডাক্ট জিমেইল ব্যবহার করে থাকে। এটি ব্যবহার করা যেমন সহজ তেমনি নানান ক্ষেত্রে আমাদের জিমেইল একাউন্ট এর প্রয়োজন হয়। আপনি অনলাইনে কোথাও কেনাকাটা করতে গেলে অথবা অনলাইন মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার এর জন্য গুগলের জিমেইল এর প্রয়োজন হয়ে থাকে। মোবাইলে প্লে স্টোর ব্যবহার করার জন্য আমাদের জিমেইল একাউন্টের প্রয়োজন হয়ে থাকে। অনেকেই ভেবে থাকেন Gmail একাউন্ট এবং Google একাউন্ট আলাদা। যা সম্পূর্ণ ভুল একটি ধারণা । আপনার খোলা Google একাউন্টটি হচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট।
ইমেইল একাউন্ট তৈরির জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে।এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গুগলের তৈরী জিমেইল একাউন্ট। আজকের এই আর্টিকেলটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি জিমেইল একাউন্ট তৈরি করতে পারেন। যার মাধ্যমে আপনারা খুব সহজেই ইমেইল আদান-প্রদান করতে পারবেন।
জিমেইল একাউন্ট তৈরি করার জন্য যা যা প্রয়োজনঃ
- ইন্টারনেট কানেকশন
- মোবাইল অথবা ডেস্কটপ
- মোবাইল নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)
ডেক্সটপ এর মাধ্যমে জিমেইল একাউন্ট তৈরি
প্রথমে আপনাদের ডেক্সটপ, কম্পিউটার অথবা ল্যাপটপের এর যে কোন একটি ব্রাউজার খুলে নিতে হবে। সেটা হতে পারে Google Chrome, Mozilla Firefox, Microsoft Edge ইত্যাদি। এরপর সেই ব্রাউজারের সার্চ অপশনে গিয়ে আপনাদেরকে টাইপ করতে হবে “create a gmail account’’।সেখানে আপনার প্রথমেই জিমেইলের ওয়েবসাইটটি দেখতে পাবেন। আপনারা সেই Gmail এর ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করুন।
স্টেপ – ১
জিমেইল ওয়েব সাইতে প্রবেশের পর আপনাদের সামনে একটি পেইজ চলে আসবে। এখানে আপনাদেরকে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে। আপনারা এই পেজটিতে কিছু ফর্ম দেখতে পারবেন। এই ফর্মগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে আপনাকে যা যা পূরণ করতে বলা হবেঃ
- আপনার নাম
- নতুন ইমেল আইডি
- পাসওয়ার্ড
প্রথমে আপনাদেরকে “First Name” আপনাদের নামের প্রথম অংশ দিতে হবে। এরপর “Last Name” খালি স্থানটিতে আপনাদের নামের শেষ অংশটুকু দিতে হবে। আপনার এখানে যে কোন নামে ব্যবহার করতে পারেন। আপনার নিজের নামে যে দিতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। তবে প্রফেশনাল ক্ষেত্রে অবশ্যই নিজের নাম দিয়ে ইমেল আইডি খোলা ভালো।
এরপরের শূন্যস্থানটিতে আপনাদেরকে “User Name” দিতে হবে। মনে রাখতে হবে এই “User Name” টি হচ্ছে আপনার জিমেইল আইডি। এখানে আপনি আপনার পছন্দ মত যে কোন একটি “User Name” দিতে পারেn। হতে পারে সেটি আপনার নাম । তবে পূর্বে কোন ব্যক্তি যদি সেই “User Name” দিয়ে যদি আগেই জিমেইল অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনি দ্বিতীয়বার সেটার ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নতুন অনন্য একটি “User Name” দিতে হবে। যেমন এই ক্ষেত্রে আমরা ইউজারনেম হিসেবে ব্যবহার করছি “bongoedu24“। তাহলে আমাদের জিমেইল একাউন্টে হবে “bongoedu24@gmail.com“।
এরপরে শূন্যস্থানটিতে আমাদেরকে সর্বনিম্ন ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে ।এখানে আপনারা দুটি শূণ্যস্থান দেখতে পারবেন।আপনাদেরকে দুটি শূন্যস্থানে সম্পূর্ণ একই রকম পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনাদেরকে নিচে থাকার “Next” বাটনটিতে ক্লিক করতে হবে। এবার আপনাদের সামনে আরো একটি পেজ চলে আসবে।
স্টেপ – ৩
এখানে জিমেইল আপনাদের কাছে আরো কিছু ব্যক্তিগত তথ্য চাইবে।সেগুলো হচ্ছেঃ
- মোবাইল নম্বর
- জন্মের তারিখ
- জন্মের মাস
- জন্মের বছর
- লিঙ্গ
প্রথম শূন্যস্থানটিতে আপনাদেরকে আপনাদের ফোন নম্বরটি দিতে হবে ।অবশ্যই সচল আছে এমন কোন ফোন নাম্বার এখানে দিবেন। খেয়াল রাখবেন পাশে যেন আপনি যেই দেশে বসবাস করেন সেই দেশের পতাকা সিলেক্ট করা থাকে। যদি আগে থেকে সঠিক পতাকা সিলেক্ট করার না থাকে। তাহলে সিলেক্ট অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের নিজের দেশের পতাকা অথবা নিজের দেশের নাম সিলেক্ট করে নিবেন। এরপর আপনাদেরকে “
Day” লেখা শূন্যস্থানটিতে আপনাদের জন্মের তারিখ দিতে হবে। এরপর এর পাশের “
Month” শূন্যস্থানটিতে আপনাদেরকে জন্মের মাস উল্লেখ করতে হবে। এর পাশে শূন্যস্থানটিতে আপনাদেরকে দিতে হবে আপনাদের জন্মের সাল । নিচের ছবিটা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা 6 এপ্রিল ১৯৯৫ সাল দিয়েছি। আপনারও একইভাবে শূন্যস্থানগুলো পূরণ করবেন। এরপর আপনাদেরকে নিচের জেন্ডার সিলেকশন অপশনটি থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। আপনি পুরুষ হয়ে থাকলে “
Male” দিবেন। আপনি মেয়ে হয়ে থাকলে “
Female” দিবেন। চাইলে আপনারা এখানে কাস্টমার রাখতে পারেন । সবগুলো শূণ্যস্থান পূরণ করা হয়ে গেলে এবার আপনাদেরকে “Next” বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৪
এখন আপনাদের সামনে আরো একটি পেজ চলে আসবে। পূর্ববর্তী পেজে আপনারা যে ফোন নাম্বারটি দিয়েছিলেন এখানে আপনার সেই ফোন নাম্বারটি আবারও দেখতে পাবেন। ফোন নম্বরটি সঠিক আছে কিনা আরো একবার ভালোভাবে মিলিয়ে নিবেন। এখানে এবার আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করতে বলবে। ভেরিফাই করার জন্য আপনাদেরকে ঠিক নিচের সেন্ট বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৫
এবার আপনাদের দেওয়া ফোন নাম্বারটিতে ৬ সংখ্যার একটি কোড আসবে । নতুন এই পেজের শূন্যস্থানটিতে আপনাদেরকে ৬ সংখ্যার এই কোডটি বসিয়ে দিতে হবে।এরপর নিচে থাকা “Verify” বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৬
এবার আপনাদের সামনে আবার আরো একটি নতুন পেজ আসবে।জিমেল আপনাদের কাছ থেকে এখানে কিছু পারমিশন চাইবে। আপনাদেরকে এখানে নিচে থাকা “Yes I Am In” বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৭
আপনাদের সামনে নতুন একটি পেইজে কিছু “Privacy Policy” দেয়া হবে। আপনারা স্ক্রোল করে একদম নিচে নামবেন। এরপর নিচে থাকা “I Agree” বাটনটিতে ক্লিক করবেন।
হয়ে গেল আপনার জিমেইল অ্যাকাউন্ট তৈরি। এবার আপনারা চাইলে জিমেইল এর ওয়েবসাইটটিতে আপনাদের জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারেন। কাউকে মেইল পাঠানোর জন্য অথবা মেইল রিসিভ করার জন্য আপনারা চলে যেতে পারেন “mail.google.com” এই ঠিকানায়।আপনাদের জিমেইল একাউন্টে কেউ যদি কোন মেইল করে থাকে তাহলে আপনারা এখানে তা দেখতে পাবেন। চাইলে এখান থেকে আপনারা কাউকে মেইল প্রেরণও করতে পারেন। কিভাবে মেইল আদান-প্রদান করবেন এই নিয়ে পরবর্তীতে আমরা নতুন একটি আর্টিকেলের সম্পূর্ণ আলোচনা করব।
মোবাইলে জিমেইল অ্যাকাউন্ট তৈরি
মোবাইলে অথবা কম্পিউটারের দুই জায়গায় জিমেইল খোলার প্রক্রিয়া প্রায় একই রকম। চাইলে আপনারা উপরে দেওয়া উপায়ে মোবাইলের যেকোনো ব্রাউজার থেকে জিমেইল খুলতে পারবেন। তবে চাইলে মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে জিমেইল একাউন্ট খোলা সম্ভব। এখন আমরা দেখব কিভাবে অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইলে ফ্রিতে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
স্টেপ – ১
প্রথমে আপনাদেরকে মোবাইলের Gmail App টি খুলতে হবে। সব মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকবে। আপে প্রবেশ করার পর আপনারা উপরে “Menu” আইকন দেখতে পাবেন। আপনাদেরকে এই আইকনটিতে ক্লিক করতে হবে ।
স্টেপ – ২
এবার একটু নিচে নামলেই আপনারা এখানে “Settings” নামক একটি অপশন দেখতে পাবেন। আপনাদেরকে “Settings” লিংকটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৩
এবার আপনাদের সামনে আরেকটি ধাপ আসবে। এই ধাপে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন মাধ্যমে ইমেইল খুলতে চাচ্ছেন। আমরা যেহেতু Google এর Gmail খুলতে যাচ্ছি তাই আমরা এখানে Google সিলেক্ট করে লিংকটিতে ক্লিক করব।
স্টেপ – ৪
নতুনই ধাপে আপনারা এখানে “Create Account” নামক একটি অপশন দেখতে পাবেন আপনাদেরকে এখানে ক্রিয়েট একাউন্ট নামক অপশনে ক্লিক করে “Account Create For Myself” অপশনটি সিলেক্ট করে দিতে হবে।
স্টেপ – ৫
এই ধাপে আপনাদেরকে “First Name” এবং “Last Name” দিয়ে “Next” অপশনে ক্লিক করতে হবে। “First Name” এর জায়গায় আপনারা আপনাদের নামের প্রথম অংশ এবং “Last Name” এর জায়গায় আপনারা আপনাদের নামের শেষ অংশ দিতে পারেন।
স্টেপ – ৬
এইভাবে আপনাদেরকে জন্ম তারিখ ,জন্মদিনএবং জন্মের বছর সিলেক্ট করতে হবে। এর ঠিক নিচেই আপনারা দেখতে পাবেন লিঙ্গ সিলেক্ট করার অপশন রয়েছে সেখান থেকে আপনারা “Male” অথবা “Female” দিতে পারেন। এরপর আবার আপনাদেরকে “Next” অপশনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৭
এই থাকে আপনাদেরকে একটি নতুন “User Name” দিতে হবে যা পূর্বে কেউ ব্যবহার করেনি এটি হবে আপনার জিমেইল আইডি। নতুন “User Name” দেওয়ার পর আপনাদেরকে এখান থেকে আবার পুনরায় “Next” বাটনটিতে ক্লিক করতে হবে।
স্টেপ – ৮
এইটাতে আপনাদেরকে একটি ৮ সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও “Next” বাটনটিতে ক্লিক করবেন।
স্টেপ- ৯
এইটাতে আপনাদেরকে আপনাদের মোবাইল নম্বরটি দিতে বলা হবে। আপনারা আপনাদের সচল মোবাইল নাম্বারটি এখানে শূন্যস্থানে দিয়ে পূরণ করে নিবেন। এরপর আবার “Next” বাটনটিতে ক্লিক করবেন।
স্টেপ – ১০
এইটাতে আপনারা আপনাদের মেইল এবং আপনাদের পূর্বে দেয়া মোবাইল নম্বরটি দেখতে পাবেন। আপনার ভালোভাবে মিলিয়ে নিবেন আপনার দেয়া মোবাইল নম্বর এবং ইমেইলটি সঠিক রয়েছে কিনা। এরপর এখান থেকে আবার আপনারা “Next” বাটনটিতে ক্লিক করবেন।
স্টেপ – ১১
এই ধাপে আপনারা জিমেইল সংক্রান্ত কিছু “Privacy Policy” দেখতে পাবেন। চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন। নয়তো স্ক্রোল করে একেবারে নিচে নেমে যাবেন। এরপর আপনারা এখানে “I Agree” বাটনটিতে ক্লিক করবেন। অভিনন্দন আপনাকে। আপনি মোবাইল দিয়ে আপনার প্রথম জিমেইল অ্যাকাউন্টটি খুলতে সক্ষম হয়েছেন।
পরিশেষে বলতে চাই বর্তমান যুগে চলতে গেলে আমাদের অবশ্যই একটি জিমেইল একাউন্ট থাকা প্রয়োজন। উপর দেখানো পদ্ধতিতে আপনারা খুব সহজেই চাইলে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে একটি নাম্বার দিয়ে আমরা কতটি Gmail অ্যাকাউন্ট খুলতে পারি। আমরা একটি নম্বর দিয়ে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। মোবাইল থেকে নম্বর ছাড়াও জিমেইল একাউন্ট খোলা সম্ভব। তবে সে ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে ঝামেলায় পড়তে হবে। তাছাড়া সিকিউরিটির জন্য আপনাদের অবশ্যই নম্বর ব্যবহার করেই জিমেইল অ্যাকাউন্ট খোলা উচত। আশা করছি এই আর্টিকেলটি আপনাদের অনেক উপকারে আসবে ।