tremors
tremors

কম্পন (Tremors) পুরো ছবির গল্প ব্যাক্ষা সহ বর্ণণা

Posted on

কি হবে যদি আপনার বসবাস করা মাটির নিচে ভয়ানক কোন মন্সটার বা প্রাণি বাস করে? শব্দ শুনলেই মন্সটারটি আপনাকে মেরে ফেলবে! কিভাবে বাচবেন আপনি এই ভয়ানক মন্সটার থেকে? ঠিক এমনই এক কাহিনী অবলম্বনে তৈরি (Tremors 1990) সালের সিনেমাটি। মুভিটির IMDB Rating 7.1 । মুভিটির ডিরেক্টর Ron Underwood । চলুন তাহলে শুনে আসি Tremors সিনেমার কাহিনী।

মুভির শুরুতে আমরা ম্যাকি এবং আর্লকে দেখতে পাই। তারা দুইজন রিপেরিং ম্যান এর কাজ করে। আজকে তারা সিয়েরা নিভাডার ভেঙে যাওয়া ওয়ার ঠিক করতে এসেছে। ওয়ার ঠিক করার পর তারা ট্রাকে করে সেখান থেকে চলে যেতে থাকে। রাস্তায় তারা একটি মেয়ে দেখতে পায়। তার ব্যপারে জানার জন্য তারা তার কাছে যায়। মেয়েটি তার নাম রন্ডা বলে। সে তার জিওলজি সেমিস্টার এর জন্য এখানে এসেছে। সে ম্যাকি এবং আর্লকে দেখে চিনে যায়। কারণ সে শহরের মানুষের কাছে তাদের ব্যাপারে শুনেছিলো। তারপর রন্ডা তাদের বলে এখানে আসেপাশে কোন ড্রিলিং কিংবা ব্লাস্টিং এর কাজ চলছে কিনা? সে এখানে কিছু অদ্ভুয় ভাইব্রেশনের আওয়াজ শুনতে পাচ্ছিলো। এরকজ আওয়াজ সে কখনো পায় নি। তার দুইজন রন্ডার এই কথা উড়িয়ে দিয়ে সেখান থেকে চলে যায়।

কিছুক্ষণ পর তারা দুইজন ওয়াল্টার চ্যাঙের মার্কেটে যায়। এখানে আমরা ম্যালভি নামের একটি মেয়েকে দেখতে পাই যে কিনা প্রচন্ড দুষ্ট ছিলো। এখানে আমরা  মিস্টার বার্ট এবং তার ওয়াইফ হিথারকে দেখতে পাই। তারা এখানে কিছু জিনিসের ডেমো নেওয়ার জন্য এসেছিলো। তখন হঠাত সেখানের পুরনো ফ্রিজটি ভাইব্রেট করতে শুরু করে৷ ওয়াল্টার ম্যাকি এবং আর্লকে তা মেরামত করতে বলে। কিন্তু তারা ফ্রিজ মেরামত করে না। 

অন্যদিকে আমরা দেখি রন্ডা যেখানে ভাইব্রেশন চেক করছিলো। হঠাতই সেখানকার মাটি কাপতে শুরু করে। মনে হচ্ছিলো মাটির নিচে দিয়ে কোন একটা জিনিস রন্ডার দিকে আসছিলো। কিন্তু রন্ডা এই ব্যপারটা খেয়াল না করে সেখান থেকে চলে যায়। 

এইদিকে ম্যাকি এবং আর্ল সব কাজ শেষ করে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তারা সমস্ত কিছু ট্রাকে লোড করে সেখান থেকে চলে যায়। তখন রাস্তায় তাদের সাথে ন্যান্সির দেখা হয়। তারা কাছে ১ মাসের কাজ ছিলো৷ তাই সে তাদের এখানেই থেকে যেতে বলে। কিন্তু তারা দুইজন থাকতে মানা করর দেয় এবং তারা দুইজন বিক্সবির উদ্দেশ্যে রওনা দেয়। তখন তারা রাস্তায় এডগারকে দেখতে পায়। এডগার সেখানে ইলেক্ট্রিক টাওয়ার এর উপর বসেছিলো। তারা তাকে নিচে নামতে বলে কিন্তু সে কোন উত্তর দেয় না। তখন ম্যাকি উপরে উঠে তার কাছে যায়। ম্যাকি দেখে এডগার মারা গেছে। এরপর তারা দুইজন এডগারকে ডক্টর এর কাছে নিয়ে যায়। চেক করাখা  ডক্টর বলে এডগার এর মৃত্যু চারদিন পানি না খাওয়ার জন্য হয়েছে৷ এই কথা শুনে তারা চিন্তায় পড়ে যায় এডগার ৪ দিন ধরে সেই টাওয়ার কি করছিলো! 

তখন আমরা ফ্রেড নামের এক লোককে দেখতে পাই। সে লক্ষ্য  করে তার ভেড়াগুলো ভয় পেয়ে আছে। তখন হঠাত মাটির নিচে থেকে কিছু একটা তাকে টেনে মাটির নিচে নিয়ে যায় আর মেরে ফেলে। কিছুক্ষণ পর ম্যাকি এবং আর্ল সেখানে আসে আর সব ভেড়াগুলিকে মরা দেখে চিন্তায় পড়ে যায়৷ তারপর তারা দুইজন ফ্রেডকে খুজতে শুরু করে। তখন তারা মাটিতে ফ্রেডের টুপি দেখতে পায়৷ কিন্তু যখন তারা টুপিটি হাতে তুলে নেয় তারা সেখানে ফ্রেডের কাটা মাথা দেখতে পায়। এইসব দেখে তারা সেখান থেকে চলে যায়।

রাস্তায় তাদের সাথে দুইজন কন্সট্রাকশন ওয়ার্কার এর দেখা হয়৷ আর্ল তাদের সতর্ক করে বলে এখানে কোন সাইকো কিলার ঘুরছে যে কিনা মানুষের গলা কেটে হত্যা করছে। কিন্তু ওয়ার্কার তাদের কথা গুরুত্ব না দিয়ে  কাজ করতে থাকে।  তখনই তাদের মেশিন নিচে কিছু একটাতে ফেসে যায় আর সেখান থেকে রক্ত বের হতে থাকে। মাটির নিচে থাকা সেই জিনিসটি যখন সেখান থেকে পালাতে থাকে তখন ওয়ার্কার এর পায়ে ওয়ার পেচিয়ে যায়৷ তখন অন্য ওয়ার্কার যখন তাকে বাচাতে যায় তখন সেই মাটির নিচে থাকা জিনিসটি তাদের দুইজনকেই মেরে ফেলে।

তখন আর্ল এবং ম্যাকি সেখান থেকে ওয়াল্টার এর মার্কেটে যায়। ম্যাকি সেখানে থাকা ফোন থেকে পুলিশকে কল করতে যায় কিন্তু ফোনটি নষ্ট ছিলো। তখন তারা পুলিশ ডাকার জন্য শহর এর উদ্দেশ্যে রওনা দেয়৷ কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা রোড ব্লক দেখতে পায়৷ তখন তারা সেখানে রক্ত লাগা হেলমেট দেখতে পায়। তখন তারা বুঝতে পারে কন্সট্রাকশন ওয়ার্কাদেরও কেউ মেরে ফেলেছে। তারা দুইজন তখন ট্রাক পিছনে ফিরিয়ে পালানোর চেষ্টা কিন্তু তাদের ট্রাক কিছু একটার সাথে আটকে যায়৷ অনেক চেষ্টার পর ম্যাকি ট্রাক বের করতে সক্ষম হয় এবং আবার মার্কেটে ফেরত আসে। তখন তারা দুইজন দেখে ট্রাকের পিছনে সাপের মতো দেখতে একটি মন্সটার আটকে আছে। এই কারণেই তাদের ট্রাক আটকে ছিলো৷ 

এরপর আমরা রাতে ডক্টর জিম এবং তার ওয়াইফ মেগানকে কথা বলতে দেখি। তারা যখন কথা বলছিলো তখন হঠাতই তাদের জেনারেটার বন্ধ হয়ে যায়। তখন জিম যখন চেক করতে যায় কি হয়েছে,  সে দেখতে পায় জেনারেটার মাটির নিচে চলে গেছে। যা দেখে তারা দুইজন অবাক হয়ে যায়। তখনই হঠাত সেখানে একটি ব্লাস্ট হয়। যা দেখে তারা দুইজন খুব ভয় পেয়ে যায় আর গাড়ির দিকে ভাগতে থাকে। তখন কোন একটি জিনিস জিমকে মাটির নিচে টেনে নিয়ে যায়। মেগান তাকে বাচানোর অনেক চেষ্টা করে। তখন মাটির নিচে থেকে একটি মন্সটার বের হতে থাকে। যা দেখে মেগান গাড়িতে ঢুকে পালানোর চেষ্টা করর কিন্তু সেই মন্সটার মেগানকে গাড়ি সহ মাটিরে নিচে টেনে নেয় আর মেরে ফেলে।

আরোও পড়ুনঃ কাঁচা (RAW) ছবির পুরো ছবির গল্প ব্যাক্ষা সহ বর্ণণা

অন্যদিকে ম্যাকি সহ বাকি সবাই এখানে ফেসে গিয়েছিলো কারণ তাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো। যার কারণে সাহায্য চাওয়ার জন্য তারা শহরেও যেতে পারছিলো না। তখন তাদের ওয়াল্টার এর ঘোড়ার কথা মনে পড়ে। তখন তারা কিছু হাতিয়ার নিয়ে সাহায্যের খোজে বেরিয়ে পড়ে। তারা দুইজন জিমের কাছে যায়। আর খেয়াল করে জিমের গাড়ি সেখানে নেই। তখন তাদের নজর মাটিতে দেবে যাওয়া গাড়ির উপর পড়ে। তারা বুঝতে পারে তারা আসতে দেরি করে ফেলেছে। তখন তারা তাড়াতাড়ি সেখানে থেকে চলে যেতে থাকে। তখন হঠাত একটি মন্সটার এসে একটি ঘোড়াকে মাটির নিচে টেনে নিয়ে যেতে থাকে। তখন ম্যাকি যখন মন্সটারকে লক্ষ্য করে গুলি করে তখন সে নিচে চলে যায়।  তখন হ হঠাত মাটির নিচ থেকে বিশাল ভয়ানক এক মন্সটার বের হয়ে আসে। যা দেখে তাদের দুইজন অনেক ভয় পেয়ে যায়। জীবন বাচানোর জন্য তারা দৌড়াতে থাকে।

মন্সটারও পিছনে আসতে থাকে তাদেরকে ধরার জন্য। তখন তাদের সামনে কনক্রিটের একটি নাল চলে আসে। তারা লাফ দিয়ে সেটি পার হওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। অন্যদিকে পুরো স্পিডে কনক্রিটের দেয়ালের সাথে আঘাত পেয়ে মন্সটারটি মারা যায়। মন্সটারকে মরতে দেখে আর্ল এবং ম্যাকি অনেক খুশি হয়ে যায়। তাদেরকে ফলো করে রন্ডাও সেখানে আসে আর এতো বড়ো মন্সটার দেখে সেও অনেক বিচলিত হয়ে পড়ে। সে বলে এই জিনিস এই শতাব্দীর সেরা আবিষ্কার হতে পারে। সে তখম পুরনো কিছু নথি দেখিয়ে বলে এই মন্সটারটি একা নয়। এইরকম আরোও ৩ টি মন্সটার এই এরিয়াতে ঘুরছে। এটা শুনে তারা দুইজন ঘাবড়ে যায় আর রন্ডার ট্রাকের দিকে এগোতে থাকে। রন্ডা হঠাত খেয়াল করে ভাইব্রেশনের পরিমাণ হঠাত বেড়ে যাচ্ছে। তাই তারা একটি পাথরের উপর উঠে পরে। মন্সটারও সেখানে পৌছে যায় কিন্তু পাথরের কারণে তারা বেচে যায়৷ আর মন্সটারটি সেখানেই আশে পাশে ঘুরতে থাকে।

তারা তিনজন সেখানে আটকা পরে। কারণ মন্সটার ভাইব্রেশন অনুসরণ করে খুব সহজেই তাদের লোকেশন জেনে যায়। তাদের কাছে আর কোন উপায় না থাকায় তারা তিনজন এখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সকাল হতেই তারা তিনজন ট্রাকের কাছে পৌছানোর প্লেন করে। রন্ডা সেখানে কিছু বাশ দেখতে পায়। তারা তিনজন বাশ দিয়ে আরেকটি পাথরে লাফিয়ে তারপর ট্রাকের কাছে পৌছায়। তখন মন্সটারোও সেখানে এসে পড়ে আর তাদের উপর আক্রমণ করা শুরু করে। কিন্তু তারা কোনমতে সেখান থাকে পালিয়ে যেতে সক্ষম হয়। 

তারা তিনজন ওয়াল্টার এর মার্কেটে পৌছে যায়। আর্ল এবং ম্যাকি তাদের মন্সটার এর ব্যপারে বলতে থাকে। তারা তখন বুঝতে পারে তারা অনেক বড়ো বিপদের মধ্যে পড়েছে। সবাই মিলে তখন এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করে। রন্ডা তাদের বলে এই মন্সটার শুধুমাত্র হালকা মাটিতেই চলাফেরা করতে পারে। তাই আমরা পাহাড়ের রাস্তা ধরে যাবো। সবাই এই আইডিয়া পছন্দ করে।

কারণ মন্সটার পাথরের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারবে না। সবাই যখন আলোচনা করছিলো তখন মেলগিন বাহিরে খেলছিলো। তার উপর একটি মন্সটার তখন আক্রমণ করে। সবাই তখন তার চিৎকার শুনে বাহিরে বের হয়ে দেখে সে একটি পুল এর উপর চড়ে বসেছে। ঠিক তখন হঠাতই মন্সটারটি তাদের সামনে চলে আসে। এতো বড়ো মন্সটার দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। সবাই নিজের জীবন বাচানোর জন্য সেখান থেকে দৌড়ে মার্কেটের ভিতর চলে যায়। এই সকল কিছুর ভিতরে মিন্ডি বাহিরে খেলছিলো। যার ব্যপারে কারো খেয়াল ছিলো না।

ওর চলাফেলার আওয়াজ শুনে মন্সটার তার দিকে এগোতে থাকে। শেষ মুহুর্তে এসে ম্যাকি তাকে বাচিয়ে নেয়। মন্সটার তখন ম্যাকির উপর আক্রমণ করে। সে নিজের জীবন বাচাতে ট্রাকের উপর চড়ে বসে। তখম আর্ল এবং রন্ডা দেখে এখানে আরোও একটি মন্সটার এসে পড়েছে। তারা তখন জীবন বাচানোর জন্য সেখান থেকে পালাতে থাকে।  কিন্তু রন্ডার পা তখন কাটা তারে আটকে যায় আর সে নিচ পড়ে যায়। মন্সটার তখন রন্ডার পা ধরে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু ম্যাকি তখন সেখানে চলে আসে আর রন্ডাকে তার পেন্ট খুলতে বলে। এতে করে কাটা তার রন্ডার পা থেকে বের হয়ে যায়৷ তারা দুইজন তখন সেখান থেকে পালিয়ে মার্কেটের ভিতর চলে যায়। এরপর ম্যাকি রন্ডার কেটে যাওয়া পায়ে  ঔষধ লাগাচ্ছিলো।

সে এখন রন্ডাকে পছন্দ করতে শুরু করেছে। এরপর সবাইক সেখান থেকে পাহাড়ে যাওয়ার প্লেন করতে থাকে। কিন্তু তখনই হঠাত সেখানে থাকা ফ্রিজ ভাইব্রেট করতে শুরু করে। তখন আর্ল আর ম্যাকি তাড়াতাড়ি ফ্রিজ বন্ধ করে। কিন্তু ফ্রিজের ভাইব্রেশনের আওয়াজ এতো ছিলো যে সেখানে একটি মন্সটার চলে আসে। মন্সটারটি ওয়াল্টারকে ধরে ফেলে আর নিচে টেনে নিতে থাকে। সবাই মিলে তাকে বাচানোর অনেক চেষ্টা করে কিন্তু মন্সটার ওয়াল্টারকে টেনে মাটির নিচে নিয়ে খেয়ে ফেলে।

এরপর সেই মন্সটার পুরো মার্কেটে ধ্বংসযোগ্য চালাতে থাকে। তখন সবাই জীবন বাচানোর জন্য মার্কেটের ছাদে উঠে যায় আর রন্ডা পানির ট্যাংকের উপর উঠে পড়ে। এরপর ওয়ার্ড এবং হেথার সেখানে আসে তারা সাইকো কিলারের ব্যপারে খোজ নিতে বাহিরে গিয়েছিলো। তখন হেথার দূরবিন দিয়ে দেখে সবাই ছাদের উপর উঠে আছে। যা দেখে তারা দুইজন ভারি অবাক হয়।

এরপর ওয়ার্ড ম্যাকি এবং আর্ল এর সাথে ফোনে কন্টাক্ট করার চেষ্টা করে। তখন হেথার পলিশ ম্যাশিন চালু করে দেয়। যার আওয়াজ শুনে মন্সটার তাদের দিকে এগোতে থাকে। ম্যাকি ওয়ার্ডকে ছাদে চলে যেতে বলে সে আরোও বলে তাদের বেসমেন্টের  দিকে একটি বড়ো মন্সটার এগিয়ে আসছে যা কিনা মানুষদের ধরে ধরে মারছে। তখন সেই মন্সটার বেসমেন্টের দেওয়াল ভেঙে সেখানে ঢুকার চেষ্টা করে। তারা দুইজন তখন মন্সটার এর দিকে গুলি ছুড়তে থাকে। মন্সটার তখন তার ট্যান্টেকাল দিয়ে ওয়ার্ডকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু হেথার গুলি করে টেন্টেকাল মাঝখান থেকে কেটে দেয়। এরপর তারা দুইজন মন্সটার এর দিকে অসংখ্য গুলিবর্ষণ করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই মন্সটার সেখানে নিস্তেজ হয়ে পড়ে। 

এরপর তারা দুইজনও বেসমেন্ট এর ছাদে চড়ে যায়। এইদিকে সবাই মন্সটারের মরার খবর পেয়ে খুশি হয়ে যায়৷ কিন্তু এখনো বিপদ কাটে নি। কারণ বাহিরে আরোও দুটি মন্সটার ঘুরছিলো। মন্সটার দুইটি বিল্ডিং ভাঙার চেষ্টা করতে থাকা।  তার সবাই অনেক ভয় পেয়ে যায়।

তখন নেস্টার যেই ট্রেলার এর উপর দাড়িয়ে ছিলো সেখানে একটি মন্সটার চলে আসে আর ট্রেলারকে উল্টিয়ে দেয়। এর কিছু সেকেন্ডের মধ্যেই মন্সটার তাকে টেনে মাটির নিচে  নিয়ে যায়। যা দেখে সবাই অনেক দুঃখি হয়ে যায়। তারা বুঝতে পারে যতো তাড়াতাড়ি সম্ভব তাদের এই শহর ত্যাগ করতে হবে। তখন আর্ল, ম্যাকি এবং মৃগেল বুল্ডজার দিয়ে সবাইকে এখান থেকে বের করার প্লেন করে। কারণ বুল্ডজার এর ওজন ৩০ টন আর সেই মন্সটার হয়তো বুল্ডজার এর ক্ষতি করতে পারবে না৷ কিন্তু বুল্ডজান তাদের থেকে অনকে দূরে ছিলো। সেখানে পৌছাতে পৌছাতে মন্সটার তাদেরকে মেরে ফেলবে। তাই মৃগেল মন্সটারের মনযোগ আকর্ষণ করার জন্য ওয়াল্টারের মিনি ট্রাক্টর চালু করে রাস্তার দিকে ছেড়ে দেয়। ট্রাক্টরের আওয়াজ শুনে মন্সটার তার পিছনে যাওয়া শুরু করে। সুযোগ বুঝে ম্যাকি বুল্ডজারের দিকে যেতে থাকে৷

কিন্তু ভাগ্য খারাপ থাকায় ট্রাক্টার মাঝ রাস্তাতেই উল্টে যায়৷ তখন মন্সটার ট্রাক্টার ছেড়ে ম্যাকির দিকে ছুটতে থাকে। কিন্তু ম্যাকি এক জায়গায় শান্ত ভাবে দাঁড়িয়ে থাকে। আর এভাবে সে নিজেকে বাচিয়ে নেয়। মন্সটারের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য রন্ডা পানির ট্যাংকির পাইপ ভেঙে দেয়।পানি পড়ার শব্দ শুনে তখন মন্সটার ম্যাকিকে ছেড়ে সেখানে চলে আসে। তখন ম্যাকি বুল্ডজারের সাথে একটি স্যামিয়ার ট্রেলার লাগিয়ে চালু করে দেয়৷ তারপর সেখানে সবাই এসে বসতে থাকে। মন্সটার বুল্ডজারটিকে থামানোর অনেক চেষ্টা করে কিন্তু ভারি হওয়ার কারণে বুল্ডজারটির কিছু করতে পারে না৷ 

এইদিকে ওয়ার্ড এবং হেথার মন্সটার এর মোকাবেলা করার জন্য পাইপ বোম বানিয়ে নেয় তারপর বুল্ডজারে উঠে বসে। তারা ধীরে ধীরে তখন সেখান থেকে এগোতে থাকে। তারা ভাবে তারা মন্সটার থেকে দূরে চলে এসেছে। কিন্তু মন্সটার তখন আরোও চালাক হয়ে গিয়েছেলো। মন্সটার বুল্ডজার চলার রাস্তায় একটি গর্ত খুড়ে দেয়। ফলে বুল্ডজারটি গর্তে পড়ে যায়৷ তারা সবাই তখন বুঝতে পারে এটি মন্সটারের তৈরি করা একটি ফাদ। তখন  ওয়ার্ড সামনে একটি পাইপ বোমা ছুড়ে ফেলে। মন্সটারের শ্রবণ ক্ষমতা সেন্সিটিভ হওয়ায় জোড়ে আওয়াজের কারণে সেখান থেকে কিছুটা দূরে চলে যায়। তখন তারা সেখান থেকে একটু দূরে কিছু পাথর দেখতে পায়।

তারা সেখানে যাওয়ার পরিকল্পনা করে। তখন ওয়ার্ড আরেকটি পাইপ বোম ব্লাস্ট করে। আওয়াজ শুনে মন্সটার যখন কিছুটা  দূরে চলে যায় তখন তারা সবাই দৌড়ে পাথরের উপর চলে আসে আক্রমণ করার আগেই। কিন্তু  মন্সটার দুটি তাদের তখন চারদিক থেকে ঘিরে ফেলে। তারা সেখানে আটকা পড়ে। আর্লের মাথায় তখন একটি বুদ্ধি আসে। সে একটি পাইপবোমা রশির সাথে বেধে মন্সটারের সামনে ফেলে দেয়। নাড়াচড়া পেয়ে মন্সটার সেখানে থাকা পাইপ বোমাটি খেয়ে নেয়। ফলে তা মন্সটারের পেটের মধ্যেই ব্লাস্ট করে। ফলে মন্সটারটি ফেটে মারা যায়।

আর্লের এই আইডিয়ে দেখে সবাই অনেক খুশি হয়৷ তারা ভাবে একই ভাবে তারা অন্য মন্সটারটিকেও মারতে পারবে। তারা আবারও একই ভাবে আরেকটি পাইপ বোম  রশি দিয়ে বেধে মন্সটারটির সামনে ফেলে। কিন্তু এবার হলো উল্টো। মন্সটারটি পাইপ বোমাটি উল্টো তাদের দিকে ছুড়ে দেয়। পাইপ বোমাটি এসে সেখানে থাকা বাকি পাইপবোমাগুলোর ব্যাগের উপর পরে। আর সব গুলি বোমা ব্লাস্ট হয়ে যায়। তখন আর্ল, ম্যাকি এবং রন্ডা সেখান থেকে আবার অন্য পাথরের দিকে ছুটতে থাকে। কিন্তু মন্সটার তাদের পিছনে আসতে থাকে। তাই তারা তিনজন শান্তভাবে দাঁড়িয়ে পড়ে। ফলে মন্সটার আবার নিচে চলে যায়। ম্যাকি বুঝতে পারে মন্সটার তাদের সাথে গেইম খেলছে আর সেখানেই লুকিয়ে আছে। ভাগ্য ভালো থাকায় ম্যাকির কাছে তখনও একটি বোম ছিলো।

কিছুক্ষণ ভাবার পর তারা তিনজন ডেড এন্ডের দিকে ভাগতে শুরু করে। ডেন্ড এন্ডের শেষ মাথায় গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে। মন্সটার তখন দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে।তখন ম্যাকি বোমটি মনস্টারের পিছনে ছুড়ে ফেলে। তখন মন্সটার তাদের দিকে আরোও দ্রুত গতিতে ছুটে আসে। তখন তারা সেখান থেকে সাইড সরে যায়। আর মন্সটারটি উপর থেকে নিচে পাথরে পরে ফেটে মারা যায়। ম্যাকির এই আইডিয়ার কারণে সেখানে থাকা সবাই বেচে যায়। তারা এখন মন্সটার এর কবল থেকে মুক্ত।

এরপর তারা সকলে আবার শহরে ফিরে আসে। তখন রন্ডা সেখান থেকে চলে  যাওয়ার সময়  ম্যাকিকে ধন্যবাদ দেয়। কারণ ম্যাকি তার জীবন বাচিয়েছিলো। তখন আর্ল ম্যাকিকে রন্ডার সাথে রিলেশনশিপে যাওয়ার জন্য বলে। এরপর ম্যাকি রন্ডার কাছে গিয়ে তার প্রেম নিবেদন করে। আর দুইজনের রোমান্টিক কিসের সাথে মুভি এখানেই শেষ হয়। 

তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের কাছে Tremors সিনেমাটির কাহিনী? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরোও ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *